সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। স্বাস্থ্য খাতসহ যেখানে অনিয়ম হচ্ছে সেখানেই অভিযান চালানো হচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটের মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদানের সময় মন্ত্রী এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, দলীয় পরিচয় অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না।
আওয়ামী লীগের সাধারণ বলেন, নির্বাচনকে বিতর্কিত করতেই নির্বাচনে অংশ নেয় বিএনপি। নির্বাচনের প্রতি অনীহা তাদের। বিরোধীদল শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে নালিশের রাজনীতি করছে বিএনপি। ঘরে বসেই আন্দোলনের ডাক দেয় তারা।
© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply