সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সচিব বলেন, ‘আমরা বলেছি আরো এক সপ্তাহ দেখতে। মানুষকে আরো মোটিভেশন করতে। তারপরে স্ট্রং পানিশমেন্টে যেতে হবে।’
শাস্তি কি হবে জানতে চাইলে তিনি বলেন, ‘জরিমানা বাড়তে পারে। এক হাজার টাকা, ৫শ টাকা জরিমানা করছে এখন, সেটা পাঁচ হাজার টাকা হতে পারে।’
তিনি আরো বলেন, ‘যারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন সঙ্গে মাস্কও নিয়ে যাবেন, যাতে মানুষকে জরিমানা করার সঙ্গে সেটা দিয়ে দেওয়া যায়।’
গতকাল ঢাকা শহরে ৩৭টি জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply