২০২০ সালের ২১ নভেম্বর অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব। প্রথম পর্বটির বিষয় ছিল “মানহীনতায় নয় মানসিকতায় আজ স্বদেশী পণ্য অবহেলিত”। বিষয়টির পক্ষে বক্তা ছিলেন, ১. নীলুফার ইসায়মিন নীলা-রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২. আবু তালহা আকাশ- ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। ৩.জুবায়ের হোসেন লিখন – ফরিদপুর মেডিকেল কলেজ। বিপক্ষেঃ ১.সোমা আহসান- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, রংপুর। ২. সাগর রানা -হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ৩. এমএইচ তমাল- বরিশাল বিশ্ববিদ্যালয়। পক্ষ দলের বক্তারা বিজয়ী হন। সম্মানিত বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্তী প্রধান প্রকৌশলীঃ চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, খুলশী, চট্রগ্রাম। জনাব হাবিবুর রহমান উপ-সচিব – মহিলা ও শিশু মন্ত্রণালয়, ঢাকা। এ্যাড. এস এম শহীদুল ইসলাম সোহেল,আইনজীবী, বাংলাদেশ সুপ্রিমকোর্ট।
এর পরে ১২ ডিসেম্বর বিতর্ক প্রতিযোগিতার ২য় পর্ব অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল,” প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের জ্ঞানক্ষুধা সীমিত করে তুলেছে “। পক্ষে দলের বক্তারা ছিলেন ১. তালহা জুবায়ের- কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ২. মোঃ রুহুল আমীন- ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। ৩.জয়া সরকার – জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিপক্ষেঃ ১.ফারজানা আক্তার – বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, রংপুর। ২. মোঃ রাশিক -পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৩. জয়নাল আবেদীন নান্নু -বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এতে বিপক্ষ দলের বিজয়ী হয়। সম্মানিত বিচারক মণ্ডলী হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জাহাঙ্গীর আলম,অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জনাব সেলিম উদ্দিন সহকারী অধ্যাপক – ইসলামী ইতিহাস বিভাগ, সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ,নাটোর।
১৮ ডিসেম্বর বিতর্ক প্রতিযোগিতা টির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল “অবকাঠামোর পরিবর্তন দিয়ে সড়কে মৃত্যু থামানো যাবে না”। এতে পক্ষ দলের বক্তারা ছিলেন মাহমুদুল হাসান তমাল-বরিশাল বিশ্ববিদ্যালয় জুবায়ের হোসেন লিখন, ফরিদপুর মেডিকেল কলেজ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু তালহা আকাশ। এবং বিপক্ষ দলের বক্তারা ছিলেন ফারজানা আক্তার মিতু -বেরোবি জয়নাল আবেদীন নান্নু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র রাসিক উদ্দিন। এতে বিপক্ষ দল বিজয়ী হয় এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় জয়নাল আবেদীন নান্নু। এদিন সম্মানিত বিচারকমণ্ডলী হিসেবে উপস্থিত ছিলেন এডিসফট লিমিটেডের সম্মানিত ডিটেক্টর আব্দুল মান্নান স্যার এবং পুসান বন্ধু শেখ আবদুস সোবহান। পরামর্শঃ জনাব শেখ আবদুস সোবহান পুসান বন্ধু ও প্রধান উপদেষ্টা, পরিচালক পরিষদ,পুসান। পৃষ্ঠপোষকতাঃ জনাব ড.লতিফুল ইসলাম-উপদেষ্টা পুসান। নির্দেশনায়ঃ তানভীর আনোয়ার, সভাপতি, পুসান। এবং গোলাম রাব্বানী রন্জু, সাধারণ সম্পাদক, পুসান। সমন্বয়কারীঃ মতিউর রহমান,উপ-প্রচার সম্পাদক পুসান। তত্ত্বাবধানেঃতাজকিয়া তামান্না, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর, যুগ্ম সম্পাদক, পুসান।
© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply