খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। অত্র বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব জি. এম. শহিদুল আলমের চাকুরীর মেয়াদ পূর্ণ হওয়ায় বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরের নির্দেশক্রমে রেজিস্ট্রার দপ্তরের দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) দপ্তরের কর্মরত অতিরিক্ত পরিচালক প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা কে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ প্রদান করা হয়েছে। ৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে বিদায়ী রেজিস্ট্রার জনাব জি. এম. শহিদুল আলম এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এ দায়িত্ব গ্রহন করেন। নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা তিনি ২০০১ সালে বিআইটি কাউন্সিলের উপ প্রকল্প পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। উপ-প্রকল্প পরিচালক হিসেবে ২০০৩ ইং সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনে যোগদান করেন। তিনি অত্র বিশ^বিদ্যালয়ের পরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন) দপ্তরে উপ-পরিচালক ও অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply