বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদ (বাহোগপ), খুলনা মহানগর শাখার আয়োজনে হোমিওপ্যাথি চিকিৎসার জনক ডাঃ হ্যানিম্যানের (ক্রিশ্চিয়ান ফ্রেডিক স্যামুয়েল হ্যানিম্যান) ২৬৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১০ এপ্রিল শনিবার সন্ধ্যায় খুলনা মহানগর বাহোগপ এর সভাপতি ডাঃ মনোজ মজুমদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ অমিত কুমার বসুর সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহোগপ এর কেন্দ্রীয় সভাপতি ডাঃ অপূর্ব কুমার দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সভাপতি ডাঃ মোঃ ঈমান আলী, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা সাধারণ সম্পাদক ডাঃ শহিদুল্লাহ কাওসার। এছাড়া অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ স্বপন দাস, ডাঃ এস এম আসাদুল্লাহ, ডাঃ মেহেদী হাসান প্রমুখ।
© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply