1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
কুয়েটে বঙ্গবন্ধু চেয়ার প্রবর্তন :: “উম্মোচিত হবে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধ এবং প্রকৌশল ও প্রযুক্তির সাথে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন বিষয়ক নানা বিষয়” - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে আইইবি’র অন্তবর্তীকালীন কমিটি গঠন নাটোর জেলা সমিতি, রুয়েট এর পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর পক্ষ থেকে রুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা রুয়েটে সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক রুয়েটে ০৫ কার্যদিবসের মধ্যে উপাচার্য নিয়োগের দাবিতে আল্টিমেটাম দেশের মাটিতে বিশ্বখ্যাত অটোমোবাইল টেকজায়েন্ট কোম্পানি টেসলার সাথে কোলাবোরেশানে ব্যাটারি প্যাক পেলো টিম ক্র্যাক প্লাটুন রুয়েটে ৬-১৩ বছরের বাচ্চাদের প্রোগ্রামিং কন্টেস্ট অনুষ্ঠিত ২৪ আগস্ট থেকে রুয়েটে ক্লাস শুরু, আজ থেকে খুলছে আবাসিক হলসমূহ রাজশাহীতে শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদেরকে সাথে নিয়ে বিএসটিআই’র বাজার মনিটরিং ও সার্ভিল্যান্স অভিযান

কুয়েটে বঙ্গবন্ধু চেয়ার প্রবর্তন :: “উম্মোচিত হবে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধ এবং প্রকৌশল ও প্রযুক্তির সাথে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন বিষয়ক নানা বিষয়”

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষ্যে “বঙ্গবন্ধু চেয়ার” প্রবর্তন করা হয়েছে। ‘বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক “বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর” উপাধিতে ভূষিত হবেন। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৭৩তম সভায় বিষয়টি অনুমোদন করা হয়।

‘বঙ্গবন্ধু চেয়ার’ পদটি সৃষ্টি করা হয়েছে মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জীবন ও কীর্তি, আদর্শ ও কর্ম এবং ভাষা আন্দেলন, মুক্তিযুদ্ধ, উচ্চ শিক্ষা, বাংলার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সাথে সম্পৃক্ত প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে গবেষণার জন্য। পিএইচডি ডিগ্রীধারী জাতীয়/আন্তর্জাতিকভাবে সর্বজনবিদিত বাংলাদেশী পন্ডিত, শিক্ষকতায় যার কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে, যিনি স্বীকৃত বিশ^বিদ্যালয়ের যেকোন বিভাগের একজন প্রথিতযশা প্রফেসর তিনি নিয়োগ নীতিমালা অনুযায়ী ‘বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবে নিয়োগ পাবেন। ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ সম্মানীসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। বঙ্গবন্ধু চেয়ারে যিনি বসবেন, তাঁর বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি, রাজনীতি, আদর্শ ও কর্ম এবং ভাষা আন্দেলন, মুক্তিযুদ্ধ, উচ্চ শিক্ষা, বাংলার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি, প্রকৌশল ও প্রযুক্তি এবং উন্নয়ন বিষয়ে গবেষণার ক্ষেত্রে স্বীকৃত/আন্তর্জাতিক মানের অন্ততঃ ১০টি বই/নিবন্ধ/প্রবন্ধ/বুক চ্যাপ্টার থাকতে হবে। বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট ‘বঙ্গবন্ধু চেয়ার নির্বাহী কমিটি’ নামক সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত একটি কমিটির মাধ্যমে সুপারিশকৃত যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে সিন্ডিকেটের অনুমোদনক্রমে প্রতি দফায় ২ বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে থাকবেন অত্র বিশ^বিদ্যালয়ের দুইজন প্রফেসর (গ্রেড-১), বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক মনোনিত একজন প্রতিথযশা ব্যক্তি, ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর খুলনা এর ট্রাস্টি/মনোনিত ব্যাক্তি। বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, ‘এ বিশ^বিদ্যালয়ে “বঙ্গবন্ধু চেয়ার” প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধ এবং প্রকৌশল ও প্রযুক্তির সাথে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন বিষয়ক নানা বিষয় নিয়ে কাজ করার সুযোগ তৈরী হলো। বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, প্রথিতযশা গবেষক যিনি ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ হবেন তার হাত ধরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে বঙ্গবন্ধু চর্চার দিগন্ত প্রসারিত হবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com