জন্ম ও পরিবার বৃত্তান্ত:
প্রকৌ. জুনায়েদ আহমেদ নাটোর জেলার অর্ন্তগত সিংড়া উপজেলায় ১৪ এপ্রিল ১৯৯০ ইং তারিখে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম সৈকত। তাঁর পিতার নাম- আলহাজ্ব আব্দুল আজিজ এবং মাতার নাম- আফরোজা বেগম। তাঁর পিতা আলহাজ্ব আব্দুল আজিজ মাস্টার একজন খ্যাতনামা ও বর্ষীয়ান শিক্ষক ও সমাজসেবক। তিনি সিংড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাকালীন ১৯৯৬ সালে নাটোর জেলার শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে গোল্ড মেডেল সম্মাননা প্রাপ্ত হন। আর মা আফরোজা বেগম ২০১৬ সালে বিদেশী সংস্থা জেনফরডব্লিউ কর্তৃক ‘প্রজ্ঞাময়ী মা’ এবং ২০২৩ সালে আইইবি কর্তৃক ‘রত্নগর্ভা মা’ সম্মাননা প্রাপ্ত হন।
প্রকৌ. জুনায়েদ আহমেদ এর বড় ভাই ড. ফিরোজ আহমেদ (সোহাগ), যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক। তিনি জাপানের চিবা বিশ্ববিদ্যালয় এর ফার্মাসিউটিক্যাল সায়েন্স অনুষদ হতে ড্রাগ ডিসকভারি বিভাগে পিএইচডি ডিগ্রীপ্রাপ্ত। আর তাঁর বড় বোন ড. আরজু বানু (শিল্পী), যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে পিএইচডি ডিগ্রীপ্রাপ্ত।
প্রকৌ. জুনায়েদ আহমেদ ০৭ নভেম্বর ২০১৪ ইং তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডা. রাবেয়া খাতুন তুলি তার সহধর্মিনী, যিনি রাজশাহী মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রীপ্রাপ্ত। তাদের পুত্রের নাম সাআদ আহমাদ এবং কন্যার নাম আফিফা বিনতে জুনায়েদ।
পড়াশোনা ও চাকুরী:
প্রকৌ. জুনায়েদ আহমেদ এসএসসি তে সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ হতে গোল্ডেন জিপিএ ৫.০০ এবং এইচএসসি তেও একই প্রতিষ্ঠান হতে জিপিএ ৫.০০ প্রাপ্ত।
এরপর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক বিভাগ হতে ২০১২ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ২০১৯ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রীপ্রাপ্ত।
রুয়েট থেকে পাস করার পরপরই তিনি চাকুরীতে নাভানা গ্রুপে যোগদান করেন। এরপর ২০১৫ সালে বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) তে যোগদান করেন।
সামাজিক কর্মকান্ড:
তিনি একজন সফল সংগঠক হিসেবে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছেন। তিনি বিতর্ক ও আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রোগ্রামে অংশগ্রহণ করে অনেক পুরষ্কারও পেয়েছেন। তিনি সাংবাদিকতাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তিনি প্রকৌশল পেশাজীবীদের পত্রিকা ‘ইঞ্জিনিয়ার্স ভয়েস’ (www.engrsvoice.com) ও নাটোর জেলার স্থানীয় পত্রিকা ‘নাটোর টাইমস’ (www.natoretimes.com) এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। এছাড়া আইটি ফার্ম ও ট্রেনিং সেন্টার ‘সৈকত আইটি এন্ড মিডিয়া পয়েন্ট’, ই-কমার্স সাইট (www.saikatbd.com) এবং বেসরকারী গণগ্রন্থাগার ‘নাটোর টাইমস পাবলিক লাইব্রেরী’ এর প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তীতে তিনি এগুলো হস্তান্তর করেন। নিম্নে তাঁর সামাজিক কর্মকান্ডের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরা হলো:
পেশাগত সংগঠনের সদস্য পদ:
- আজীবন সদস্য (এম-৩২০৯৫), ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি)।
- আজীবন ফেলো (এফ-৩৩৫), বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)।
অন্যান্য সামাজিক সংগঠনের সদস্য পদ:
বর্তমান:
- আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
- আজীবন সদস্য (এ-৩৬৫), বাংলাদেশ মানবাধিকার কমিশন।
- আজীবন সদস্য, নাটোর জেলা সমিতি।
- আজীবন সদস্য, রাজশাহী ইঞ্জিনিয়ারিং ওল্ড স্টুডেন্টস এসোসিয়েশন (রিওসা)।
- আজীবন সদস্য, রুয়েট ইইই এ্যালামনাই।
- আজীবন সদস্য, বাংলাদেশ ইতিহাস সমিতি।
- আজীবন সদস্য, নিরব ব্লাড ফাউন্ডেশন।
- সদস্য, ইয়ং প্রফেশনালস এগেইনস্ট করাপশান, টিআইবি।
- উপদেষ্টা (আইটি), অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ।
- উপদেষ্টা, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান)।
- উপদেষ্টা, জাতীয় যুব সংসদ, নাটোর জেলা ইউনিট।
- সাধারণ সম্পাদক, চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম।
- সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন।
- তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার পরিষদ, কেন্দ্রীয় কমিটি।
- আহবায়ক, ধূমপান, মাদক ও দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন, সিংড়া উপজেলা শাখা।
- সদস্য, আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ (আইসিটিইএসবি)।
- সদস্য (আইডি-১৮৯৬৫২), ইন্টারন্যাশনাল এ্যাসোসিয়েশান অব ইঞ্জিনিয়ার্স।
- সদস্য, বাংলাদেশ কবি-সংগঠক ঐক্য ফোরাম।
- সিনিয়র সহ-সভাপতি, সাফল্য সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, কেন্দ্রীয় কমিটি।
- সহ-সভাপতি, নিরাপদ সড়ক চাই, রাজশাহী।
- এ্যাম্বাসেডর, সাইবার ক্রাইম এ্যাওয়ারনেস ফাউন্ডেশান, রাজশাহী।
- সদস্য (ভি-৫০৭), আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আই.এইচ.আর.সি)।
- সদস্য, আমার বাংলাদেশ ফাউন্ডেশান।
- সদস্য, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন।
- সদস্য, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ।
- সভাপতি, ভিকটিম সাপোর্ট ও হিউম্যান রাইটস ফাউন্ডেশান, রাজশাহী।
- বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক সংগঠনের সদস্য।
ভূতপূর্ব:
- প্রচার ও প্রকাশনা সম্পাদক, জাতীয় সাংবাদিক পরিষদ, কেন্দ্রীয় কমিটি।
- সহ-সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা, সিংড়া।
- কোষাধক্ষ, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশান, নাটোর জেলা ইউনিট।
- যুগ্ম সাধারণ সম্পাদক, সু-শাসনের জন্য নাগরিক (সুজন), সিংড়া উপজেলা শাখা।
- প্রচার সম্পাদক, এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশান, নাটোর।
- দলনেতা, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট গ্রুপ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), রাজশাহী।
- সাধারণ সম্পাদক, প্রথম আলো বন্ধুসভা, রুয়েট শাখা।
- সহ-সভাপতি, নাটোর ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন, রুয়েট।
- জাতীয় ও স্থানীয় কিছু পত্রিকায় (দৈনিক ও সাপ্তাহিক) সাংবাদিকতা।
সাহিত্যকর্ম:
প্রকৌ. জুনায়েদ আহমেদ অসংখ্য গল্প ও কবিতা লিখেছেন। বিভিন্ন পত্র-পত্রিকা, সাময়িকী ও ম্যাগাজিনে তাঁর বহু লেখা প্রকাশিত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য ছোটগল্পের বই ‘জোনাকী পোকা’ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘কাশেম আলীর রেডিও’। ২০২০ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় কবি নির্মলেন্দু গুণসহ ১০ জন খ্যাতনামা কবির সাথে তাঁর যৌথ কাব্যগ্রন্থ ‘কে তুমি গহীনে ডাকো’। তিনি জাতীয় শিশু-কিশোর সাহিত্য সাময়িকী ‘অনুশীলন’ এর সম্পাদনা পর্ষদের একজন সদস্য।
সাহিত্য সম্মাননা:
- ২০১৯ সালে ঢাকায় বাংলাদেশ কবি-লেখক ফোরাম কর্তৃক আয়োজিত কৃতি কবি-লেখক ও গুণীজন সম্মাননা-২০১৯ অনুষ্ঠানে নাটোর জেলা থেকে ‘সেরা লেখক ও সংগঠক’ মনোনীত হয়ে সম্মাননা প্রাপ্ত হন।
- ২০১৯ সালে রংপুরে সাফল্য সাহিত্য ও সংস্কৃতি পরিবার বাংলাদেশ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক কবি-লেখক মিলনমেলা-২০১৯ অনুষ্ঠানে নাটোর জেলা থেকে ‘শ্রেষ্ঠ সংগঠক ও উদীয়মান লেখক’ মনোনীত হয়ে সম্মাননা প্রাপ্ত হন।
- ২০২২ সালে রংপুরে সাফল্য সাহিত্য ও সংস্কৃতি পরিবার বাংলাদেশ কর্তৃক আয়োজিত বার্ষিক লেখক-পাঠক মিলনমেলা-২০২২ অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত হন।
অন্যান্য সম্মাননা:
- ২০২৩ সালে বাংলাদেশ শিশু একাডেমী, ঢাকায় অনুষ্ঠিত জাতীয় গ্রন্থাগার ও সাহিত্য সম্মেলন-২০২৩ এ জাতীয় ‘শ্রেষ্ঠ সংগঠক’ সম্মাননা প্রাপ্ত হন।
- ২০২১ সালে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীর মিলনায়তনে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ ও পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় গ্রন্থাগার ও সাহিত্য সম্মেলন ২০২১ এ ‘সাদা মনের মানুষ’ সম্মাননা প্রাপ্ত হন।