জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI) রাজশাহী আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের জন্য তাদের নির্বাহী কমিটি ঘোষণা করেছে। এ বছর স্থানীয় সভাপতি (Local President) হিসেবে আমানুল্লাহ বিন আক্তার আবিদ এবং সাধারণ সম্পাদক (Secretary General) হিসেবে মাহির আসেফ দায়িত্ব গ্রহণ করেছেন।
জেসিআই রাজশাহী, গ্লোবাল যুব নেতৃত্ব ও কমিউনিটি ডেভেলপমেন্ট ভিত্তিক এই সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে কাজ করে যাচ্ছে। আমানুল্লাহ বিন আক্তার আবিদের নেতৃত্বে ২০২৫ সালে সংগঠনটি নতুন উচ্চতায় পৌঁছানোর পরিকল্পনা করছে, যেখানে নেতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে কাজ করা হবে।
২০২৫ সালের জন্য জেসিআই রাজশাহীর বোর্ড ২১ জন সদস্যের সমন্বয়ে গঠিত হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (EVP): শামীম রহমান
ভাইস প্রেসিডেন্ট (VPs): তামিম আহমেদ, নাবিল আহমেদ ও জামিলা আফসারী প্রীতি
সাধারণ সম্পাদক মাহির আসেফ সংগঠনের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তার সংগঠনিক ব্যবস্থাপনা ও যুব নেতৃত্বের দক্ষতা জেসিআই রাজশাহীর কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে।
“জেসিআই রাজশাহী শুধুমাত্র একটি সংগঠন নয়; এটি এমন একটি আন্দোলন যেখানে তরুণরা একসাথে কাজ করে সত্যিকারের পরিবর্তন আনতে পারে। ২০২৫ সালে আমাদের লক্ষ্য হবে রাজশাহীকে ‘ইনোভেশনের হাব’ হিসেবে ব্র্যান্ডিং করা এবং স্থানীয় উদ্যোক্তা ও তরুণদের ক্ষমতায়ন করা,” বলেন নবনিযুক্ত সাধারণ সম্পাদক মাহির আসেফ।
জেসিআই রাজশাহীর নতুন নেতৃত্ব তরুণ পেশাজীবীদের জন্য নতুন সুযোগ তৈরি, কমিউনিটি সম্পৃক্ততা বৃদ্ধি, এবং আরও শক্তিশালী ও গতিশীল পরিবর্তন আনতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply