রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর পুরকৌশল বিভাগের বর্ষীয়ান ও খ্যাতনামা শিক্ষক অধ্যাপক ড. তহুর আহমেদ আজ ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল পৌনে ১০ ঘটিকায় তাঁর রাজশাহীস্থ নিজ বাসভবনে (মোন্নাফের মোড়ে) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্রসন্তান প্রকৌশলী মোবাশ্বের ও পুত্রবধু, দুই কন্যাসন্তান ও দুই জামাতা প্রকৌশলী-শিক্ষক (রুয়েট), নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ-মাগরিব তাঁর জানাজার নামাজ আয়োজন শেষে তাঁকে রাজশাহীর টিক্কাপাড়া গোরস্থানে সমাহিত করা হবে।
তিনি রুয়েট ৭৫ সিরিজের শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুতে রুয়েটের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।
Leave a Reply