খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) অডিটরিয়াম ভবন সম্প্রসারণ ও আধুনিকীকরণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অডিটরিয়াম ভবন সম্প্রসারণ ও আধুনিকীকরণ এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ, কুয়েটের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক ড. মোঃ জুলফিকার হোসেন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিচালক, বিভিন্ন দপ্তর প্রধান, শাখা প্রধানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অডিটরিয়ামের ফ্লোর এরিয়া সম্প্রসারণ, ইনটোরিয়র ও শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা, নতুন ও আধুনিক সাউন্ড সিস্টেম, শীতাতাপ নিয়ন্ত্রণ, উন্নত লাইটিং ব্যবস্থা, উন্নত অগ্নি নির্বাপন ব্যবস্থা, উন্নত আসন ব্যবস্থা, উন্নত মানের স্টেজ, দুই ধাপে অটোকনট্রল স্ক্রিন স্থাপন ইত্যাদির মাধ্যমে কুয়েটের অডিটরিয়াম ভবন সম্প্রসারণ ও আধুনিকীকরণ করা হয়েছে।
© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply