খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী ‘ডিজিটাল অটোমেশন সফটওয়্যার ট্রেনিং প্রোগ্রাম ফর কম্পোট্রলার অফিস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ০২ জুলাই শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার ভবনের সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কে. এম. আজহারুল হাসান। অনুষ্ঠানে রিসোর্র্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সফটওয়্যার শেল লিঃ এর চিফ এক্সকিউটিভ অফিসার (সিইও) ওয়ালি উল্লাহ এবং চিফ টেকনোলজি অফিসার (সিটিও) ও এম জি সুখন (হাসনাইন)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. আবু জাকির মোর্শেদ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জাহেদুল ইসলাম। দিন ব্যাপী এই প্রশিক্ষণে বিশ^বিদ্যালয়ের কম্পট্রোলার দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।
© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply