শান্তিতে নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেলর। ভাইস-চ্যান্সেলর নতুন এই সরকারের সকল সদস্যদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রতি দেশবাসীর প্রত্যাশা পূরণের আশাবাদ ব্যক্ত করেন। ভাইস-চ্যান্সেলর দেশের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ছাত্রছাত্রীদের শিক্ষা ও জীবনের সুরক্ষা নিশ্চিত করার আহবান জানান। কুয়েট ভিসি বাংলাদেশের সার্বিক অগ্রগতিতে মাননীয় প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. ইউনুস বিশেষ ভূমিকা রাখবেন বলে মনে করেন। এছাড়াও দেশের উচ্চশিক্ষার গুনগত মানোন্নয়নে দিকনির্দেশনা প্রদানে অগ্রদূত হিসেবে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভাইস-চ্যান্সেলর নব নিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টার দীর্ঘায়ু, সুস্বাস্থ ও সার্বিক মঙ্গল কামনা করেন।
© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply