আবতাহী ইসলাম ফাহিম, রুয়েটঃ
দীর্ঘ প্রায় এক মাসের অচলাবস্থা কাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী রোববার থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৪ আগস্ট খুলছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং পুরোদমে শুরু হবে একাডেমিক সকল কার্যক্রম। আর আজ থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে আবাসিক হলসমূহ। এর আগে গতকাল হলসমূহে যৌথভাবে অভিযান চালায় রুয়েট প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। অভিযানে প্রায় ২০টি কক্ষে তল্লাশি চালানো হয়। এসময় এসব কক্ষ থেকে ছুরি, খেলনা পিস্তল, গাঁজার কৌটাসহ সেবন পাইপ, বেশকিছু রড ও দেশি মদের খালি বোতল, বিপুল পরিমাণ বোতলজাত ইউরিন জব্দ করা হয়। আজও অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।
শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দীর্ঘ প্রায় এক মাস বন্ধ থাকায় এমনিতেই শিক্ষায় বড় রকম ক্ষতি হয়েছে। এখন শিক্ষাঙ্গনকে খুব দ্রুত কার্যকর করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা উচিত।
রুয়েটের ম্যাটেরিয়ালস সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের রিফাত ও জারিফ এবং ইলেকট্রনিক এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দেশ, সামিদসহ কয়েকজন শিক্ষার্থীর ভাষ্যমতে, ক্যাম্পাসের প্রাণ হচ্ছে সেখানকার শিক্ষার্থীরা। আর তাই দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে প্রাণ ফিরে পাচ্ছে রুয়েট ক্যাম্পাস। সমস্ত দুর্নীতি এবং অনিয়মকে রুখে দিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসকে আবারো নতুনরূপে সাজাবে বলে আশাবাদী তারা।
© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply