অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ এবং রোবোটিক্স সোসাইটি অফ রুয়েট মিলে ৬ থেকে ১৩ বছরের বাচ্চাদের জন্য একটি প্রোগ্রামিং কন্টেস্টের আয়োজন করে। অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় কম্পিউটার সেন্টারে। প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুরা এমআইটির তৈরি স্ক্র্যাচ প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্লক কোডিংয়ের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করে এবং প্রত্যেকে একটি করে প্রজেক্ট তৈরি করে। প্রযেক্টের মধ্যে ছিল জাম্পিং বল বা আপেল কালেক্টরের মত ছোট ছোট গেইমস ও বিভিন্ন ধরনের মনোরম এনিমেশন। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিশুদের মধ্যে প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং তাদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা। স্ক্র্যাচ প্ল্যাটফর্মটি সহজ এবং মজার উপায়ে প্রোগ্রামিং শেখার জন্য উপযোগী, যা শিশুদের জন্য প্রোগ্রামিংয়ের মূল ধারণা বোঝার একটি চমৎকার মাধ্যম। এছাড়াও অনুষ্ঠানটি পরিদর্শন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সন্মানিত ছাত্র কল্যান পরিচালক অধ্যাপক ডঃ মো রবিউল ইসলাম সরকার এবং অধ্যাপক ডঃ বশির আহমেদ। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সন্মানিত পরিচালক সনৎ কুমার দাস। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্ববধানে ছিল আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বাংলাদেশ এবং অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে রোবোটিকস সোসাইটি অফ রুয়েট। এই ধরনের প্রতিযোগিতা শিশুদের সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতে আরও এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে, শিশুদের মধ্যে প্রোগ্রামিং এবং প্রযুক্তির প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply