মো: আবতাহী ইসলাম ফাহিম, রুয়েট
টিম ক্র্যাক প্লাটুন বাংলাদেশের একটি ফর্মুলা স্টুডেন্ট টিম যারা ইলেক্ট্রিক্যাল রেসিং কার নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় তারা টেসলার সাথে কোলাবোরেশন করে ব্যাটারি প্যাক তৈরি করে। টেসলার সাথে ক্র্যাক প্লাটুনের যাত্রা শুরু হয় ২০২৩ সাল থেকে। অবশেষে টিম ক্র্যাক প্লাটুন তাদের এই দীর্ঘদিনের হার্ডওয়ার্কের ফাইনাল রেজাল্ট পেয়েছে। টেসলা তাদের ডিজাইন এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যাটারি প্যাক রেডি করে পাঠায়। গত ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ রুয়েট ক্যাম্পাসে টেসলার ব্যাটারি প্যাক এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) ডঃ তারিফ উদ্দিন আহমেদ ও চিফ এডভাইজর ডঃ মোঃ রোকনুজ্জামানসহবিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
টিম ক্রাক প্লাটুনের পক্ষ থেকে জানানো হয়, “টেসলার সাথে টিম ক্র্যাক প্লাটুনের কাজ এখানেই শেষ নয়। তাদের সাথে আমাদের আরো কাজ করার ইচ্ছা আছে এবং তারাও আমাদের সাথে কাজ করতে আগ্রহী। আমরা আমাদের এই অর্জনকে শুধু টিমের অর্জন হিসেবে দেখছিনা বরং সমষ্টিগতভাবে রুয়েটের অর্জন হিসেবে দেখছি। আমাদের টার্গেট বাংলাদেশকে অটোমোবাইল সেক্টরে ডেভেলব করা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিশ্ব মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করা। “
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো স্টুডেন্ট টিম এর সাথে কোলাবোরেশান এ গেছে টেসলা যা রুয়েট ও বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য অর্জন। টিম ক্র্যাক প্লাটুন হলো রুয়েটের ফর্মুলা স্টুডেন্ট টিম যারা ২০১৪ সালে যাত্রা শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে আসছে।তারা ইতোমধ্যে চারটি গাড়ি তৈরি করেছে: CP-B17, CP-E17, CP-E19, এবং CP- E23।ভবিষ্যতে তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের অটোমোবাইল শিল্পে উল্লেখযোগ্য অবদান রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।
© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply