০৫ আগষ্ট, ২০২৪ ছাত্রজনতার গনঅভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে আইইবি রাজশাহী কেন্দ্রের পূর্বের নেতৃত্বের অনুপস্থিতির কারণে উক্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ফলে ভোগান্তিতে পড়ে সেখানকার কর্মচারীসহ নতুন সদস্য হতে আগ্রহীগণ। এমতাবস্থায় অদ্য ২৩ নভেম্বর একটি এক্সট্রা-অর্ডিনারী জেনারেল মিটিং অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে একটি অন্তবর্তীকালীন কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রকৌ. সরদার আনিছুর রহমান রানা, ভাইস চেয়ারম্যান (এ্যাকাডেমিক) প্রকৌ. মোঃ আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান (এ্যাডমিন) প্রকৌ. মোঃ মনিরুজ্জামান, সম্মানী সম্পাদক হয়েছেন প্রকৌ. ড. মোঃ রবিউল ইসলাম সরকার, সেন্ট্রাল কাউন্সিল মেম্বার হয়েছেন প্রকৌ. ড. মোঃ নিয়ামুল বারী ও প্রকৌ. এস এম ওবায়দুল ইসলাম। উক্ত কমিটির কেন্দ্রের সাথে সমন্বয় করে সমস্ত কার্যাদি সম্মন্ন করবেন এবং অতিদ্রুত একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের আয়োজন করবে। অনুষ্ঠানে আইইবি’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply