রুয়েট পুরকৌশল বিভাগের ১৫ সিরিজের মেধাবী শিক্ষার্থী স্বাক্ষর সাহা আর নেই
আপডেট টাইম :
রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
রুয়েটের পুরকৌশল বিভাগের ১৫ সিরিজের মেধাবী শিক্ষার্থী স্বাক্ষর সাহা (১৫০০০০৯) আর নেই।
অদ্য সকালে মেসের বন্ধুরা সারাশব্দ না পাওয়ায় পেছন দিয়ে ভেন্টিলেটর ভেংগে দরজা খুলা হয়। পরে তাৎক্ষণিক ভাবে এম্বুলেন্সে করে রামেকে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে রাতে ঘুমের মধ্যেই হার্ট এটাক বা স্ট্রোক করে মারা গিয়েছে।
স্বাক্ষর বাবা মায়ের একমাত্র সন্তান। গতকালই তার সকল পরীক্ষা/ল্যাব কুইজ/সাবমিশন/ডিফেন্স কার্যক্রম শেষ হয়। শুধু বই সাবমিট করে ক্লিয়ারেন্স নেওয়া বাকি ছিল। তার এই অকাল মৃত্যুতে পুরকৌশল পরিবার তথা পুরো রুয়েট পরিবার শোকাহত।
Leave a Reply