খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী অন্তু রায় এর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়য়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী অন্তু রায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পিতা মাতা, পরিবার-পরিজন, দীর্ঘদিনের শিক্ষক-সহপাঠীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। গত সোমবার ০৪ মার্চ সকালে উক্ত শিক্ষার্থী নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যু সংবাদ শোনার পরই ভিসি মহোদয়ের নির্দেশনায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আব্দুল হাসিব, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অন্তু রায়কে দেখতে ছুটে যান এবং শোক-সন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন।
© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply