বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ ও ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে প্রকৌশলীদের পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। এ সময় প্রকৌশলীরা সব সময় দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত রাখার শপথ নেন।
আজ শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালন করা হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন ছিল রমনায় আইইবি সদর দপ্তরে। দপ্তরের সামনে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে আজ সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply