1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
দেশে গুণগত মানসম্পন্ন মাস্ক তৈরির উদ্যোগ নেয়ার পরামর্শ আইসিটি প্রতিমন্ত্রীর - Engineers Voice
সংবাদ শিরোনাম :
২৪ আগস্ট থেকে রুয়েটে ক্লাস শুরু, আজ থেকে খুলছে আবাসিক হলসমূহ রাজশাহীতে শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদেরকে সাথে নিয়ে বিএসটিআই’র বাজার মনিটরিং ও সার্ভিল্যান্স অভিযান পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় এক ব্যক্তি নিহত ভিপিএন ব্যবহারের আগে যা জানা প্রয়োজন আইনের দৃষ্টিতে সবাই সমান বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই : প্রধান উপদেষ্টা সাঈদসহ অন্যদের আত্মত্যাগকে স্মরণ রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলুন : ড. ইউনূস ৬৩ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও শুভ কামনা জানালেন চুয়েট ভিসি চুয়েটে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবি আগামীকাল থেকে খোলা

দেশে গুণগত মানসম্পন্ন মাস্ক তৈরির উদ্যোগ নেয়ার পরামর্শ আইসিটি প্রতিমন্ত্রীর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বৈশ্বিক করোনা মহামারি মোকাবেলায় দেশে গুণগত মানসম্পন্ন মাস্ক তৈরির উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, পরিকল্পিত মাস্ক বিতরণ নিশ্চিত করতে ‘মাস্ক ডিস্ট্রিবিউশন হাব’ সময়োপযোগী পদক্ষেপ। সরকারি-বেসরকারি পর্যায়ে বিতরণ সমন্বয় করতে এ হাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্পের উদ্যোগে জাতীয় পর্যায়ে মাস্ক বিতরণ সমন্বয়ের লক্ষ্যে তৈরিকৃত অনলাইন প্লাটফর্ম ‘মাস্ক বিতরণী হাব’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অনলাইনের যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমদ পলক বলেন, সরকারি-বেসরকারি পর্যায়ে বিতরণ সমন্বয় করতে এ হাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিজস্ব প্রযুক্তির থ্রিডি (ডেটা ড্রিভেন ডিসশন মেকিং) মডেলে করোনা মহামারি থেকে উত্তরণের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ডেটা বিশ্লেষণের মাধ্যমে মাস্ক বিতরণের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এরমধ্যে এটুআই উদ্ভাবিত এসডিজি ট্র্যাকারের বৈশ্বিক স্বীকৃতি, ন্যাশনাল ডেটা অ্যানালিটিক্স টাস্কফোর্স গঠন করে সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে সফলতার কথাও তিনি তুলে ধরেন।

তিনি সবাইকে ‘মাস্ক পড়ার অভ্যাসকে দাসে পরিণত করতে’ সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, গত ১৪ মাস প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে সীমিত সম্পদ দিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বৈশ্বিক করোনা সঙ্কট মোকাবেলার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এ সংক্রান্ত সব প্রযুক্তিই হোম- গ্রোন সলিউশনের মাধ্যমে দেশে তৈরি হয়েছে।

প্রতিমন্ত্রী প্লাটফর্মটির মাধ্যমে কোন এলাকায় মাস্ক পড়ছেন বা পড়ছেন না, কোন এলাকায় মাস্ক প্রয়োজন কিংবা সরকারি-বেসরকারি যেসব প্রতিষ্ঠান মাস্ক সরবরাহ করতে চান এ সংক্রান্ত তথ্য এ হাবে ইনপুট দিতে সকল সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন এটুআই প্রোগ্রামের পলিসি এডভাইজার আনীড় চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডা. মীরজাদী সাবরিনা, এটুআই এর প্রকল্প পরিচালক ড. আবদুল মান্নান, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মুজিবুল হক, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাঠ প্রশাসন শেখ রফিকুল ইসলাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com